ওয়েব লিংকের জন্য এন্টিভাইরাস

ওয়েবসাইট, ইমেইল বা সার্চইঞ্জিন থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ওয়েব লিংকে ক্লিক করে ওয়েবসাইটগুলোতে ঢুকে থাকি। এসব সাইট নিরাপদ কিনা তা আগে থেকে পরীক্ষা বা স্ক্যান করা যাবে ইন্টারনেট এক্সপ্লোরারে এবং ফায়ারফক্সে। এজন্য http://securebrowsing.finjan.com থেকে ফায়ারফক্সের জন্য এ্যাড-অন্স বা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য সেটআপ ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার যেকোন সাইটে ঢুকলে দেখবেন উক্ত সাইটে থাকা ওয়েব লিংকগুলো স্ক্যান করছে। সাইটটি নিরাপদ হলে টিক চিহ্ন আসবে আর স্ক্যান না করতে পারলে জিজ্ঞাসা চিহ্ন এবং নিরাপদ না হলে ক্রশচিহ্ন আসবে। এবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এসব সাইটে আপনি ঢুকবেন কিনা।

৩ Comments on "ওয়েব লিংকের জন্য এন্টিভাইরাস"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস