সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জিফটোস্পেসে ছবি রাখা

মেহেদী আকরাম | July 1, 2009, 9:29 PM

সেবাটি গুগলের না হলেও যাদের গুগলে একাউন্ট আছে তারা জিফটোস্পেসের জিমেইলের সমপরিমান যায়গায় ছবি রাখতে এবং শেয়ার করতে পারবে। এজন্য ৬.৮ মেগাবাইটের সফটওয়্যারটি www.gphotospace.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। ফায়ারফক্স ব্যবহারকারীরা এ্যাড-অন্স (উইন্ডোজ এবং ম্যাক) ইনস্টল করেও ব্যবহার করতে পারবেন। এবার জিফটোস্পেসের (ফায়ারফক্স হলে Tools > GPhotospace. থেকে বা স্ট্যাটাসবারের ডানে আইকন থেকে) চালু করে জিমেইলের ইউজার পাসওয়ার্ড দ্বারা লগইন করুন। এখানে সরাসরি এ্যালবাম তৈরী করে ছবি আপলোড করা যাবে এবং আপনার জিমেইল আইডি যদি mehdi.akram হয় তাহলে [email protected] ঠিকানাতে মেইল করলেও ছবি আপলোড হবে। এছাড়াও এখান থেকে ব্লগারে এবং ফ্লিকারে ছবি আপলোড করা যাবে।

মন্তব্য করুন