এবার এলো ইউএসবি মনিটর

একে একে কম্পিউটারের প্রায় সকল ডিভাইজই ইউএসবি হলেও মনিটর বাদ ছিলো। এবার মনিটরও এলো ইউএসবিতে। কম্পিউটারের অতিরিক্ত মনিটর হিসাবে এই ইউএসবি মনিটর ব্যবহার করা যাবে। ফলে একটি কম্পিউটারে একাধিক মনিটরও যুক্ত করা যাবে অনায়াসে। মিমো মনিটর কোম্পানীর ৭১০ এবং ৭৪০ মডেলের ৭ ইঞ্চি এই মনিটরের মূল্য যথাক্রমে ১৩০ এবং ২০০ ডলার। ৭৪০ মডেলের সাথে ওয়েব ক্যাম, টাচস্ক্রিন এবং মাইক্রোফোন রয়েছে। বিস্তারিত জানতে পারবেন www.mimomonitors.com সাইটে থেকে।

USB

১ Comments on "এবার এলো ইউএসবি মনিটর"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস