উইন্ডোজ ৮ এ ছবি দ্বারা সাইন-ইন করা

উইন্ডোজ ৮ এ পাসওয়ার্ড ছাড়াও পিন নম্বর এবং ছবি দ্বারা কম্পিউটারে সাইন-ইন করা যায় যাকে বলে পিকচার পাসওয়ার্ড। ফলে মূল পাসওয়ার্ড ভুলে গেলেও পিন নম্বর এবং ছবি দ্বারা কম্পিউটারে সাইন-ইন করা যাবে।
8
পিকচার পাসওয়ার্ড তৈরীর জন্য Windows Key+C চাপুন অথবা সিস্টেম ট্রের নিচে ডান মাউস রাখুন।
8
এখানে Settings এ ক্লিক করে নিচের Change PC Settings এর ক্লিক করুন।
8
PC Settings এর বাম পাশের Users এ ক্লিক করে ডানের Create a Picture Password বাটনে ক্লিক করুন।
এখানে বর্তমান পাসওয়ার্ড লিখে OK করুন।
8
8
এরপরে বামের choose a picture বাটনে ক্লিক করে একটি ছবি নির্বাচন করে Open করুন।
8
এখানে Use This Picture এ ক্লিক করে ছবির পছন্দমত তিনটি যায়গাই মাউস দ্বারা সার্কের বা লাইন তৈরী করুন এবং পরবর্তীতে আবার একই যায়গাই একইভাবে সার্কের বা লাইন তৈরী করুন তাহলে Congratulations! ম্যাসেজ দিলে Finish বাটনে ক্লিক করুন।
এরপরে কম্পিউটারে সাইনইন করতে চাইলে Sign-in options লিংক আসবে। এতে ক্লিক করে Picture Password এ ক্লিক করে ধারাবাহিকভাবে নির্দিষ্ট স্থানে সার্কেল বা লাইন দিন তাহলে কম্পিউটারে সাইন-ইন হবে।

১ Comments on "উইন্ডোজ ৮ এ ছবি দ্বারা সাইন-ইন করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস