সমস্যা যখন হিডেন ফাইল/ফোল্ডারের
অনেক সময় দেখা যায় ফোল্ডার অপশনসের সমস্যার কারণে হিডেন করা ফাইল/ফোল্ডার হিডেন না হয়ে সবসময় দেখা যায়। অর্থাৎ ফোল্ডার অপশনস এর Show hidden files and folders ঠিক মত কাজে করে না। এমতবস্থায় আপনি রেজিষ্ট্রি এডিট করে এ সমস্যার সমাধান করতে পারেন। রেজিষ্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER \Software \Microsoft \Windows \CurrentVersion \Explorer \Advanced এর ডানদিকের hidden এর মান ১ সেট করলে সমস্ত হিডেন ফাইল/ফোল্ডার দেখা যাবে আবার hidden এর মান ০ দিলে সমস্ত হিডেন ফাইল/ফোল্ডার লুকাবে। কিন্তু রেজিষ্ট্রি এডিটর এর সম্পর্কে ধারণা না থাকলে এভাবে কাজ না করা ভালো। অথবা লিমিটড ইউজার হলে আপনি রেজিষ্ট্রি এডিট করতে পারবেন না।
ভাই registry editor এ কেমনে যাব।
রানে গিয়ে regedit লিখে এন্টার করুন।
ধন্যবাদ সমস্যা সমাধান হয়েছে কিন্তু ফাইল গুলো ঝাপসা দেখাচ্ছে।
হিডেন ফাইল/ফোল্ডারতো ঝাপসা দেখাবেই।