বহনযোগ্য ছবি সম্পাদনার সফটওয়্যার

ছবি সম্পাদনা করার বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যার রয়েছে, তবে সবসময়তো এগুলো হাতের কাছে না থাকলে বা ইনস্টল করার ব্যবস্থা না থাকলে বেশ বিপাকে পরতে হতে পারে। মাইক্রোসফট উইন্ডোজের সাথে পেইন্ট থাকলেও খুব একটা কজে আসে না। এক্ষেত্রে বহনযোগ্য ছবি সম্পাদন করার সফটওয়্যার বেশ কাজে আসতে পারে। ছবি সম্পাদন করার বেসকি সুবিধা সম্বলিত বহনযোগ্য এই সফটওয়্যারটি হচ্ছে ফটোগ্রাফিক্স। মাত্র ৩৪৭ (৬৮৫) কিলোবাইটের সফটওয়্যারটি www.lmadhavan.com থেকে ডাউনলোড করতে পারেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস