সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জেনে নিন ওয়েবসাইটের তথ্য

মেহেদী আকরাম | June 5, 2009, 12:01 AM

প্রতিদিন আমরা বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করি। কিন্তু আমরা নির্দিষ্ট সাইট সম্পর্কে কতটুক জানি! আপনি চাইলে খুব সহজেই যেকোন ওয়েব সাইটের বিভিন্ন তথ্য যেমন সাইটটির ড়্যাংক, সার্ভারের নাম, ডোমেইন রেজিস্ট্রেশনের তারিখ, হোস্টিং কোম্পানী, হোস্টিংএর অবস্থান, আইপি এড্রেস, সমজাতীয় খালি থাকা ডোমেইন ইত্যাদি পেতে পারেন। এজন্য www.who.is সাইটে যান। এবার আপনি যে ওয়েব সাইটটির তথ্য জানতে চাচ্ছেন সেই ওয়েব সাইটটির ঠিকানা সার্চ টেক্সট বক্সে লিখে Who.is Search বাটনে ক্লিক করুন। এবার দেখুন সাইটটির রেজিস্ট্রেশন সংক্রান্ত বেশ কিছু তথ্য দিয়েছে। এবার Archive, Information, Web Search, DNS Records, Suggestions, Expiring, Premium Domains বাটনগুলোতে ক্লিক করে সাইটটি সম্পর্কে আলাদা আলাদা ব্যাপক তথ্য পেতে পারেন।
এরকম আরো সাইট আছে:
http://whois.domaintools.com
www.whois.net
www.whois-search.com

ফায়ারফক্স প্লাগইন: https://addons.mozilla.org/en-US/firefox/addon/7095

৫টি মন্তব্য

  1. মেহেদি ভাই নতুন একটা জিনিস শিখালেন।
    আমার এটা অনেক কাজে আসব।ধন্যবাদ।

মন্তব্য করুন