সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৬ই মার্চ, ২০২৩ ইং | ১লা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বক্স ডট নেটে ফাইল আপলোড এবং লিংক ব্যবহার

admin | November 6, 2007, 9:23 PM

আমরাতো বিনামূল্যে ওয়েবসাইট বা ব্লগ তৈরী করি কিন্তু তাতে বড় ফাইল আপলোড করার সুযোগ থাকে না। ফলে বড় ফাইল আপলোড বা শেয়ারের জন্য বেশবিপাকে পড়তে হয়। আবার কিছু কিছু সাইটে বড় ফাইল আপলোড করা গেলেও এ্যাপলিকেশন (.exe) ফাইল আপলোড করার সুবিধা থাকে না। কিন্তু বক্স ডট নেটে বিনা খরচে যেকোন সাইজের এবং যেকোন এক্সটেনশনের ফাইল আপলোড করে রাখা যাবে এবং উক্ত ফাইলের ওয়েব লিংক ব্যবহার করা যাবে ব্লগ বা ওয়েবসাইটের জন্য। সুতারাং এখানে ফাইল আপলোড করলে ফাইলটি যেমন সংরক্ষিত থাকছে তেমনই ওয়েব সাইট বা ব্লগে লিংক ব্যবহার করা এবং অন্যকে শেয়ারও দেওয়া যাচ্ছে। ১ গিগাবাইটের ফ্রি যায়গাতে আপনি আরো বিভিন্ন সুবিধা পাবেন। এখানে রেজিষ্ট্রেশনের জন্য www.box.net সাইটে গিয়ে Try Box.net Free বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য লিখে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। এরপর My Files ট্যাবে ক্লিক করে মাই ফাইলস পেজ থেকে Upload বাটনে ক্লিক করুন। এবার আপলোড উইন্ডো থেকে Add files বাটনে ক্লিক করে ফাইল যোগ করুন এবং Upload বাটনে ক্লিক করে ফাইল আপলোড শেষ করুন। এবার আপলোড করা ফাইলের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে Get Web Link নির্বাচন করলে ওয়েব লিংক আসবে যে লিংক কপি করে আপনার ওয়েব সাইটে বা ব্লগে ব্যবহার করতে পারেন। বক্স ডট নেটের আরো সুবিধা হচ্ছে এখানকার ফাইল মোবাইলেও একসেস (ডাউনলোড ও আপলোড) করা যাবে এবং ফটো গ্যালারী তৈরী করা যায়। এছাড়াও www.mediamax.com, www.xdrive.com, www.wikiupload.com, www.inbox.com, http://briefcase.yahoo.com, www.esnips.com, www.drivehq.com, http://storage.vmn.net, www.web-a-file.com, www.uploadraid.com, www.dropsend.com, www.yousendit.com, www.anytimenow.com, www.tradebit.com, www.HyperOffice.com সাইটেও ফাইল আপলোড এবং শেয়ারিং এর ব্যবস্থা আছে।

২টি মন্তব্য

  1. I have a comment, Why I see a Writing is different?
    Please Add me What ever This mean as not bad images To the children.Please and Thank you.

মন্তব্য করুন