সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মার্চ, ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

একই সাথে গুগলে এবং ইয়াহুতে সার্চ করা

admin | October 10, 2007, 12:12 AM

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সকলেই সার্চ ইঞ্জিন শব্দটার সাথে পরিচিত। ইন্টারনেট ব্যবহার করি অথচ গুগলে বা ইয়াহুতে টুর মারেননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ইন্টারনেট ব্যবহারকারীর সবাই কম বেশী সবাই সার্চ ইঞ্জিন (ওয়েব সাইট খোঁজার সাইট) ব্যবহার করে থাকে। জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগল এবং ইয়াহু অন্যতম। অনেক সময় প্রয়োজনে উভয় সার্চ ইঞ্জিনই ব্যবহার করতে হয়। যদি একই কীওয়ার্ড ব্যবহার করে একই সাথে দুটি সার্চ ইঞ্জিনেই সার্চ করা যেত তাহলে কেমন হতো! গুগল এবং ইয়াহুর মিশ্রনে এমনই একটি সাইট আছে সেখান থেকে একই সাথে ইয়াহু এবং গুগলে সার্চ করা যাবে। www.gahooyoogle.com সাইটে ঢুকে নির্দিষ্ট টেক্সট বক্সে কীওয়ার্ড লিখে সার্চ করলে নতুন পেজে ফ্রেম আকারে বাম দিকে ইয়াহু এবং ডান দিকে গুগলের সার্চের ফলাফল দেখা যাবে। এই ফ্রেম দুটি থেকে আলাদা আলাদা ভাবে গুগল বা ইয়াহুতে সার্চ করা যাবে। এছাড়াও উপরে মূল ফ্রেমে উভয় সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য টেক্সট বক্স এবং কিছূ অংশ থাকবে।

মন্তব্য করুন