সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৭ই মার্চ, ২০২৩ ইং | ২রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নতুন খোলা জিমেইলে মেইল এবং ঠিকানা ইমপোর্ট করার

মেহেদী আকরাম | May 17, 2009, 8:40 PM

নতুন খোলা জিমেইলেগুলোতে মেইল এবং ঠিকানা ইমপোর্ট করার সুবিধা রয়েছে। এজন্য জিমেইলে লগইন করে Settings থেকে Accounts and Import ট্যাবে যান। এবার Import mail and contacts বাটনে ক্লিক করে Step 1 এ যে মেইল থেকে মেইল এবং ঠিকানা আনতে চান তা লিখে Continue বাটনে ক্লিক করুন। পরবর্তি উইন্ডোতে ইমেইলের পাসওয়ার্ড লিখে Continue বাটনে ক্লিক করুন। এবার Step 2 তে অপশন নির্বাচন করে Start Import বাটনে ক্লিক করুন। এখন Step 3 তে OK করুন পরবর্তি ২৪-৪৮ ঘন্টার মধ্যে উক্ত মেইলের সকল মেইল নতুন ঠিকানাতে চলে আসবে। এভাবে আপনি Yahoo!, Hotmail, AOL থেকে মেইল আনতে পারবেন। ইয়াহুতে পপ৩ সুবিধা না থাকলে ইয়াহু কাজ করবে না।
বিস্তারিত জিমেইল ব্লগে

৩টি মন্তব্য

  1. ভালো লাগলো টিউনটি মেহেদী ভাই।ধন্যবাদ।

  2. ইয়াহু মেইল প্লাস ভার্সনে POP সুবিধা পাওয়া যায়। ইয়াহু মেইল প্লাস টাকা দিয়ে (নাকি ডলার দিয়ে) কিনতে হয়।

মন্তব্য করুন