নতুন খোলা জিমেইলে মেইল এবং ঠিকানা ইমপোর্ট করার

নতুন খোলা জিমেইলেগুলোতে মেইল এবং ঠিকানা ইমপোর্ট করার সুবিধা রয়েছে। এজন্য জিমেইলে লগইন করে Settings থেকে Accounts and Import ট্যাবে যান। এবার Import mail and contacts বাটনে ক্লিক করে Step 1 এ যে মেইল থেকে মেইল এবং ঠিকানা আনতে চান তা লিখে Continue বাটনে ক্লিক করুন। পরবর্তি উইন্ডোতে ইমেইলের পাসওয়ার্ড লিখে Continue বাটনে ক্লিক করুন। এবার Step 2 তে অপশন নির্বাচন করে Start Import বাটনে ক্লিক করুন। এখন Step 3 তে OK করুন পরবর্তি ২৪-৪৮ ঘন্টার মধ্যে উক্ত মেইলের সকল মেইল নতুন ঠিকানাতে চলে আসবে। এভাবে আপনি Yahoo!, Hotmail, AOL থেকে মেইল আনতে পারবেন। ইয়াহুতে পপ৩ সুবিধা না থাকলে ইয়াহু কাজ করবে না।
বিস্তারিত জিমেইল ব্লগে

৩ Comments on "নতুন খোলা জিমেইলে মেইল এবং ঠিকানা ইমপোর্ট করার"

Leave a Reply to শাহিনCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস