সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মে, ২০২৩ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পকেটেই রাখা যাবে স্পিকার

admin | September 28, 2007, 11:06 AM

বর্তমানে প্রায় সকল ডিভাইসই আগের তুলনায় অনেক ছোট হয়ে এসেছে। মোবাইলসহ বিভিন্ন বহনযোগ্য ডিভাইসে অতিরিক্ত স্পিকার ব্যবহারের সুযোগও হয়েছে এখন, কারণ বিল্টইন স্পিকারের তেমন একটা উন্নত শব্দ তৈরী করতে পারে না। কিন’ অনেক সময় বহনযোগ্য ডিভাইসের সাথে ব্যবহার উপযোগী স্পিকার বহন করা সম্ভব হয় না (যেমন আইপড স্পিকার ডক)। সমপ্রতি বহনযোগ্য বিভিন্ন ডিভাইসের জন্য এক্স-মিনি মাত্র ৩.৫ মিলিমিটারের বহনযোগ্য স্পিকার তৈরী করেছে যা অডিও জ্যাক ছাড়াও ইউএসবি দ্বারা ব্যবহার করা যাবে। গলফ বলের মত দেখতে ৩২ ডলারের এই স্পিকারে অডিও (শব্দ) খুবই উন্নতমানের। এতে রয়েছে বিল্ট-ইন বেজ এবং রিচার্জেবল ব্যটারী।

মন্তব্য করুন