সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইন দর্শনার্থীর সংখ্যা দেখা

admin | September 6, 2007, 6:43 PM

আপনার ওয়েবসাইটে বর্তমানে কতজন দর্শনার্থী দেখছে তা যদি আপনার ওয়েবসাইটেই দেখা যায় তাহলে কেমন হয়। এজন্য www.myonlineusers.com এ লগইন করুন। এবার Site address এর টেক্টট বক্সে http:// সহ আপনার ওয়েবসাইটের ঠিকানা লিখুন এবং Get the Code! button বাটনে ক্লিক করুন তাহলে প্রোগ্রামিং সংকেত পাবেন। এখন উক্ত সংকেত কপি করে আপনার ওয়েবপেজের প্রথম পেজে রাখুন এবং হোষ্টিং করুন। এখন থেকে আপনার ওয়েবসাইট যখন যত দর্শনার্থী দেখবে তখন তত জনের সংখ্যা দেখা যাবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন