সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ই-মেইলের লিংক ব্যবহার করা

admin | August 28, 2007, 12:36 PM

আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটের লিংক ব্যবহার করে থাকি। অর্থাৎ একটি নির্দিষ্ট ওয়েবসাইটের কোন ছবির (ছবির ঠিকানা) লিংককে হাইপারলিংক হিসাবে অন্য ওয়েবসাইটে ব্যবহার করে থাকি। তবে আপনার ই-মেইলের ছবির লিংকও আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবপেইজে। আপনি যদি জিমেইল খুলে তাতে আসা মেইলের ছবি (ইনবক্স বা সেন্ট আইটেমের এ্যাটাচ হওয়া ইমেজ) ভিউ হিসাবে দেখেন তাহলে নতুন একটি উইন্ডো হিসাবে তা দেখা যাবে। ফলে আপনি এড্রেসবারে ছবির একটি ঠিকানা পাবেন। এখন আপনি উক্ত ছবি লিংক (ঠিকানা) কপি করে অন্য ওয়েবপেইজে হাইপারলিংক হিসাবে যুক্ত করতে পারবেন। আপনার মেইল সাইন আউট করার পরেও উক্ত লিংক ব্যবহার করে ছবিটি দেখা যাবে। ফলে আপনি ইমেইলে ছবি রেখেও তা ওয়েবপেইজে ব্যবহার করতে পারবেন।

মন্তব্য করুন