একসাথে একাধিক জিমেইল ব্রাউজ করা

সাধারণত একটি ওয়েব ব্রাউজারে একাধিক ইমেইল ব্রাউজ করা যায় না। কিন্তু তৃতীয়পক্ষের প্লাগইন দ্বারা অনেক ওয়েব ব্রাউজারে একাধিক ইমেইল ব্যবহার করা যায়। সম্প্রতি জিমেইল নিজস্ব সুবিধাতে একটি ওয়েব ব্রাউজারে একই সাথে একাধিক জিমেইল ব্রাউজ করার সুবিধা দিয়েছে। এজন্য প্রথমে একটি জিমেইলে লগইন করে (যেটি ডিফল্ট হবে) www.google.com/accounts সাইটে যেতে হবে। এবার ডানের Personal Settings অংশে Multiple sign-in এর Edit এ ক্লিক করুন। এবার নতুন পেজ থেকে On – Use multiple Google Accounts in the same web browser. নির্বাচন করে সবগুলো চেক বক্স চেক করে Save করুন।
এবার দেখুন জিমেইলের উপরে ইমেইল ঠিকানাটা নীল রঙের হয়েছে এবং এর ডানে একটি ড্রপডাউন মেনু এসেছে। এই ড্রপডাউনে ক্লিক করে Sign in to another account এ ক্লিক করুন এবং আরেকটি জিমেইলে লগইন করুন। এভাবে একাধিক জিমেইলে লগইন করে ব্রাউজ করতে পারবেন। তবে www.gmail.com ঠিকানাতে ঢুৃকলে মূল ডিফল্ট জিমেইলে প্রবেশ করবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস