সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মার্চ, ২০২৩ ইং | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফোল্ডার যখন শর্টকাট

admin | August 1, 2007, 12:01 PM

আমরা সাধারণত কোন ফোল্ডার বা ফাইলের শর্টকাট তৈরী করতে চাইলে উক্ত ফোল্ডার বা ফাইল কপি করে শর্টকাট হিসাবে পেষ্ট করি। কিন্তু প্রিন্টার, সিডিউল টাস্ক, কন্ট্রোল প্যানেল বা ডায়াল-আপ নেটওয়ার্কের শর্টকাট তৈরী করা যায় ভিন্ন ভাবে। প্রিন্টারের শর্টকাট তৈরী করতে একটি নতুন ফোল্ডার নিয়ে তার নাম দিন Printer.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D} তাহলে Printer নামে একটি প্রিন্টারের শর্টকার্ট তৈরী হবে যাতে দু’বার ক্লিক করলে প্রিন্টারস্ খুলবে। একই ভাবে সিডিউল টাস্কের জন্য Scheduled Tasks.{D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} কন্ট্রোল প্যানেলের জন্য Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d} এবং ডায়াল-আপ নেটওয়ার্কের জন্য Dial-Up Networking.{992CFFA0-F557-101A-88EC-00DD010CCC48} লিখতে হবে। তবে আপনি যদি কোন ডকুমেন্ট সমৃদ্ধ (উক্ত ফোল্ডারে যদি কোন ফাইল বা ফোল্ডার থাকে) ফোল্ডারের নাম পরিবর্তন করে এভাবে শর্টকাট তৈরী করেন তাহলে তা উদ্ধার করা সম্ভব হবে না। তবে কন্ট্রোল প্যানেল এর শর্টকাট তৈরী করলে Fake Folder এর সাহায্যে তথ্য উদ্ধার করা যাবে।

মন্তব্য করুন