সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৪ই মার্চ, ২০২৩ ইং | ৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ

আইফোনে ৮ ঘন্টা টকটাইম

admin | July 1, 2007, 1:29 PM

এমাসের ২৯ তারিখে বাজারে আসছে অ্যাপলের বহুল আলোচিত আইফোন। অ্যাপল সমপ্রতি ঘোষণা করেছে অন্য যেকোন মোবাইল থেকে তাদের আইফোন আরো আধুনিক, উন্নত এবং সমৃদ্ধ। যা নকিয়া এস৯৫, স্যামসাং তে ব্লাকজ্যাক, ব্লাকবেরি কার্ভ৮৩০০ এবং প্লাম ট্রিও ৭৫০ এর সাথে তুলনা করা হয়েছে। সম্পূর্ন টাসস্ক্রিন এবং ওয়াই-ফাই যুক্ত আইফোনে ৮ঘন্টা কথাবলা বা ৬ ঘন্টা ইন্টারনেট ব্যবহার করা বা সাত ঘন্টা ভিডিও দেখা বা ২৪ ঘন্টা অডিও শোনা যাবে যা ২৫০ ঘন্টা ইষ্টান্ডবাই হিসাবে থাকবে। গ্লাসের তৈরী ৩.৫ ইঞ্চি এলসিডি’র আইফোন ১১.৬ মিলিমিটার পাতলা।

মন্তব্য করুন