সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইন থেকে সহজে লগো বা ব্যানার তৈরী করা

admin | October 9, 2008, 7:57 PM

বিভিন্ন প্রয়োজনে আমাদের লগো বা ব্যানার তৈরীর প্রয়োজন হয়। কিন্তু ফটোশপ বা অন্য কোন গ্রাফিক্স সফটওয়্যার সম্পর্কে ভাল ধারণা না থাকলে লগো বা ব্যানার তৈরী করা সহজ নয়। কিন্তু আপনার হাতের কাছে ইন্টারনেট থাকলে সহজেই ওয়েবসাইট থেকেই যেকোন টেক্সট থেকে লগো বা ব্যানার তৈরী করতে পারবেন। এজন্য www.text2logo.com এ যান। এখানে বিভিন্ন ডিজাইনের লগোর চিত্র দেয়া আছে যার উপরে ক্লিক করলে নতুন পেজ আসবে। যেখান থেকে সহজেই আপনি লগো তেরী করতে পারবেন। যা পরবর্তীতে ইমেজ হিসাবে সেভ করলেই হবে।

৪টি মন্তব্য

  1. বস আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কিন্তু আপনি আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। তাই আপনি আরো নতুন নতুন কিছু দিয়ে আমার মত একজন শ্রেষ্ট নালায়েক দের উপকার করুন।

মন্তব্য করুন