সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. ৩৩ নম্বর মন্তব্যে টনি সাহা যেটা জানতে চেয়েছেন সেটি মনে হয় WP-o-Matic প্লাগিন ওনার দরকার। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ওটা পাওয়া যাবে। তবে আমি ব্যাক্তিগতভাবে বলবো যে ওই প্লাগিন দিয়ে অন্য কারো ব্লগ থেকে নিজের ব্লগে লেখা নিয়ে না আসাই ভালো। নিজের একাধিক ব্লগ থাকলে একটা থেকে অন্যটায় নিতে পারেন।

  2. মেহদী ভাই মে দিবসের শুভেচ্ছা। আপনার একটি লেখা পরে আমি আমার অফিসের ব্রড ব্যান্ড ইন্টারনেট কানেকশনটি অফিসের আরও দুইটি কম্পউটারে শেয়ার করে ছিলাম কিন্ত কয়েকদিন চলার পর আর সেটা চলেনা Ping করে একটি পিসি থেকে অন্য পিসিতে replay পাওয়া যায় কিন্ত ব্রাউজ করা যায় না। নেটওয়ার্ক কানেকশনে send পাওয়া য়ায় received পাওয়া যায় না। কম্পিউটার ফরমেট করে আবার নতুন করে নেটওয়ার্ক শেয়ার করেও আর চালানো যায় না। দায়া করে সমস্যার সমাধান দিলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ আমার ইমেই
    [email protected]

  3. পোষ্টের শিরোনাম দেথেই একটা ভাইরাসের মত লাগতে পারে……..কিন্তু আমার এই সমস্যা Trojan.Win32.VB.dsu. ভাইরাসের জন্য হয়নি, আর /windows/help/service.exe নামে কোন ফাইলেরও সৃষ্টি হয়নি। আমি এক্সপি প্রফেশনাল, SP-1, ব্যাবহার করি, আর সমস্যাটা হণ, ঠিক উইন্ডোজ লোড হওয়ার সময়(ডেক্সটপটা আসার আগমূহুর্তে) আমার কিবোর্ড আর মাউস(USB port) ইএ্যকটিভ হয়ে যায়(দুটোর লাইটই অফ হয়ে যায়)। এমনকি এরপর আর কোন USB Device কাজ করেনা। 4-5 বার জোরকরে রিস্টার্ট করলে আবার হঠাৎই ভালো হয়ে যায়।

  4. বাংলা স্পেল চেকার সফটওয়্যার কোন ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করা যাবে?

  5. Kind Attn: Mehdi Akram
    Assalamualikum sir,
    kmon achen? sir, amara aikhane shobai computer related topics nia discuss kori, ami ki apnar shate amar Blackberry pearl flip 8220 nia discuss korte pari…
    Jodi apnar kono apotti na thake to..
    Ar jodi kono apotti thake, then its ok. Its very urgent sir. pls help me.

  6. মেহদী ভাই শুভেচ্ছা সহ ধন্যবাদ কষ্ট করে আমাদের প্রশ্নের উত্তর দিবার জন্য। কয়োকদিন আগে ইন্টার নেট শিয়ার নিয়ে একটি সমস্যার কথা আপনাকে লিখেছিলাম, আপনার পরামর্শে Proxy ব্যবহার করে উপকৃত হয়েছি এটা দরুন কাজের একটি সফট কিন্তু এটা ব্যবহার করে ইমেইল চেক করা গেলেও ইমেইল পাঠানো যায়না এবং কোন সাইট থেকে কিছু ডাউনলোড করতে গেলে “ব্রাউজার কেন্ট ফাইন্ড ইন্টার নেট কানেকশন” ম্যসেজদেখায়। দয়া করে এই সমস্যার সমাধান দিন আমার দারুন উপকার হবে। ধন্যবাদ আপনাকে।
    eisty
    [email protected]

  7. Sir how can I see how much people visited in my blog.
    Sir also tell me, when I post a blog in my site it show full write what I write. I want it’ll show first some deaitils and when I click read more it will show full blog. How can I do this in my wordpress blog.

    Thank you.

  8. মোহদী ভাই ছালাম নিবেন আপনাকে বারবার বিরক্ত করছি এজন্য দুঃখিত আসলে আমি এখন দারুন ঝামেলায় আছি নেট বিলদিতে দিতে ফুতুর হওয়ার জোগার আমাকে অফিসের ৪টা পিসিতে নেটওয়ার্ক শেয়ার করতেই হবে। আর এজন্য আপনাকে বিরক্ত করছি। দয়াকরে যদি আমার সমস্যার সমাধান করেদেন উপকৃত হব। আমি অন্য ব্রাউজারে (IE, Mozila) চেষ্টা করে দেখেছি লাভ হচ্ছে না। আসলে আমার জন্য সবচেয়ে ভাল হয় যদি লেনকার্ডে শেয়ার করা যায় Proxy তে নান রকম সমস্য হচ্ছে ধরুন পিসি ফরমেট করলে আবার ব্রাউজারে সেটা করতে হয়, ডাউনলোড কাজ করে না, আবার এক সাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে না ইত্যাদি। আপনার একটি লেখা পরে আমি আমার অফিসের ব্রড ব্যান্ড ইন্টারনেট কানেকশনটি অফিসের আরও দুইটি কম্পউটারে শেয়ার করে ছিলাম কিন্ত কয়েকদিন চলার পর আর সেটা চলেনা Ping করে একটি পিসি থেকে অন্য পিসিতে replay পাওয়া যায় কিন্ত ব্রাউজ করা যায় না। নেটওয়ার্ক কানেকশনে send পাওয়া য়ায় received পাওয়া যায় না। কম্পিউটার ফরমেট করে আবার নতুন করে নেটওয়ার্ক শেয়ার করেও আর চালানো যায় না। Mcafee, Kespersky এন্টিভাইরাস ব্যবহার করি দায়া করে সমস্যার সমাধান দিলে কৃতজ্ঞ থাকব।

  9. আসসালামু আলাইকুম মেহেদী ভাই..
    আপনার কেলকুলেটার তৈরী ব্যাপারটা আমার কাছে এত ভাল লেগেছে যা বলে বুঝাতে পারবো না।আমি লাফাতে লাফাতে সিড়ি থেকে পড়ে পা মচকে ফেলেছি। তবে আমি এই কোড গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই।কোড সম্পর্কে জানতে হলে আমাকে কি করতে হবে? যদি একটু কষ্ট করে জানাতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম।

  10. আসসালামু আলাইকুম
    ভাই ভিজুয়াল বেসিক শিখার সহজ কোন ওয়েব সাইটের নাম যদি দিতে তাহলে শিখে অনেক উপকৃত হতাম।আর ভাই একটা কথা আমি আমার ছবি কমেন্টস এ কিভাবে দিব তা বুঝতে পারতেছি না।

    1. যেকোন (ওয়ার্ডপ্রেস) ব্লগে কমেন্টের সাথে ছবি যুক্ত করতে চাইলে http://www.gravatar.com এখানে রেজিস্ট্রেশন করুন। যে ইমেইল দ্বারা রেজিস্ট্রেশন করবেন ব্লগে সেই ইমেইল দ্বারা মন্তব্য করলে আপনা আপনি ছবি যুক্ত হবে।

  11. আমার ভাই কোন সমস্যা নাই। তবে আমি বিজুয়ার বেসিক শিখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছি। আপনি আমার একমাত্র ভরসা। ভাই অামাকে বিজুয়াল বেসিক শিখার একটা সহজ পদ্ধতি জানান প্লিজ।

  12. মেহেদী ভাইয়া, ওয়ার্ডপ্রেসের থীম পরিবর্তন করে শুধুমাত্র সিএসএস এডিট করলেই কি ফন্টসাইজ পরিবর্তন হবে নাকি আরো অন্য কোন নিয়ম আছে ?

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস