সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

          1. আমি ঠিক আপনার প্রশ্ন বুঝিনি।
            তবুও বলি
            আপনি অফিস ২০০৭ এর ফাইল ২০০৩এ চলাতে পারবেন না ভিন্ন ভিন্ন ফাইল ফরম্যাটের কারণে। আপনি ২০০৭ থেকে যদি ৯৭-২০০৩ ফরম্যাটে ফাইল সেভ করেন তাহলেই সেগুলো ২০০৩ বার তার পূর্বের ভার্সনে চলবে। এছাড়াও নিন্মাক্ত পোষ্টিদুটি দেখতে পারেন।
            অফিস ২০০৭ এর ফাইল কনভার্ট করা
            অফিস ২০০৭ -এ পুরানো ফরম্যাটে ফাইল সেভ করা

            1. ভাইয়া আমিত তা জানতে চাই নাই ্ উওরটা কার জন্য ্ আমার শেয়ার এর কোন কিছু কি পেলেন ্

  1. ব্লগ সম্পর্কে আমার তেমন ভাল ধারণা নেই। আজই ৩ এপ্রিল ২০০৯ খোলা জানলায় একটি ব্লগ খোলি। আজ শুক্রবার । সারা দিনই প্রায় ইন্টারনেট নিয়ে বসেছিলাম। উদ্দেশ্য ব্লগ কিভাবে ব্লগার তৈরি ও ব্যবহার করা তা দেখা ও বুঝা। আপনার ব্লগটি দেখে আমি অভিভূত্। কি নেই এতে! আমাকে একটু সাহায্য করবেন?
    আমি পেশায় একজন শিক্ষক। কম্পিউটার সম্পর্কে তেমন ধারণা নেই। আমার খুব ইচ্ছে আপনার মত একটি ওয়েব পেইজ/ব্লগ খোলার।
    এমন একটি ব্লগ তৈরির জন্য আপনাকে আবারো ধন্যবাদ।

  2. অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাই, আমি ওয়ার্ড প্রেসে নতুন। এখনো অনেক কিছু বুঝতাছি না। আমি আপনার মত Theme: Garland নিয়ে কাজ করতেছি। আপনার মেইন পেজের পোষ্টগুলোতে দেখলাম। পোষ্টের কয়েক লাইন পর Read the rest of this entry » এই লেখাটা আসে। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার পোষ্টে এরকম হচ্ছে না। আমার পোষ্টগুলো সম্পূর্ণ আকারে প্রথম পাতায় আসতাছে, যা দেখতে দৃষ্টিকটু।

    দয়াকরে আমাকে Read the rest of this entry » এড করার সিস্টেমটা বলুন। জানালে কৃতজ্ঞ থাকব।

  3. মেহেদি ভাই, আর একটা প্রশ্ন – আপনার ডানে ও বামে Widgets -এর বাংলা ফন্টগুলো আমার থেকে বড়। এটা কিভাবে করলেন ?

    দয়াকরে উক্ত দুইটি সমস্যার সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

  4. মেহেদি ভাই কাজ হয়েছে, কিন্তু আমি Read the rest of this entry » এর স্থলে ”বাকি অংশ পড়ুন »” এই কথাটা লিখতে চাই। কিভাবে সম্ভব ?

    আমার উত্তরগুলো দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

  5. মেহেদী ভাই, আমি সিএসএস বুঝি না। কোথা থেকে কিভাবে ফন্ট সাইজ বড় করব বিস্তারিত লিখলে কৃতজ্ঞ থাকব। সবচেয়ে ভাল হয় – আমাকে যদি কয়েকটা স্ক্রিনশট দেন।

  6. সালাম নিবেন। আমি যদিও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তথাপি তথ্য – প্রযুক্তি বিষয়ে আগ্রহ আছে। আমি সিটিসেল জুম ব্যবহার করি(জেড টি ই মডেম) । সমস্যা হলো আমি উবুন্টু ৮.১০ এ কি ভাবে নেট কানেক্ট করবো। আমি এক্স পি তে উবুন্টু ইন্সটল করেছি। আর একটা সমস্যা হলো উবুন্টুতে প্রিন্টার(লেক্সমার্ক জেড ৬৪৫) সেটআপ করতে পারছিনা। আমি উবুন্টু তে একে বারে নবীস। তো অনুগ্রহ করে সহায়তা করলে খুশি হবো। ধন্যবাদ।

Leave a Reply to MobarakCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস