সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. ধন্যবাদ আপনার এই আয়োজনের জন্য। নতুন নেট ব্যবহার কারী হিসেবে অনেক কিছুই আমার অজানা। আশা করি পুরাতন ব্যবহারকারী হিসেবে আপনার সাহায্য পাব। নিচে কিছুর প্রশ্নের উত্তর দিলে খুশী হব।
    ১। বিজয় এ লেখা ফন্ট কিভাবে আপনি কনর্ভাট করেছেচন।
    আশা করি আপনার উত্তর আমার মেইলে পাব এবং ভবিষ্যতের জন্য একটি সুন্দর সম্পকর্ গড়ে তুলব।
    আপনার মেইলের প্রতীক্ষায়_ _ _

    1. মেহেদী ভাই
      অভ্রতে লিখা ফন্ট কি বিজয়ে কনভার্ট করতে পারবো। বিজয় বলতে SutoonyMJ ফন্টে মেহেদী ভাই কনভার্ট করতে পারবো।

      ধন্যবাদ,

  2. আপনার সহযোগীতার জন্য অসংখ্যা ধন্যবাদ। আপনার সাহায্য পেয়ে আপনাকে লেখার লোভ সামলাতে না পেরে আবার লিখতে বসলাম। আশা করি সাহায্য করবেন।
    আমি Fedora 9 ইনস্টল করি। এতে আমি নেট ব্যবহার করতে চাই। আমি উইন্ডোসে satel এর ডায়াল আপ ব্যবহার করি। এখন আমি কিভাবে এ ডায়াল আপ Fedora 9 এ ব্যবহার করবো। আরেকটি প্রশ্ন হচ্ছে আমি ফেডোরাতে উইন্ডোসের ড্রাইভ গুলো কিভাবে দেখতে পারবো?
    আশা করি উত্তর দেবেন।

  3. ভাইয়া
    আমার কম্পিউটারে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। সমস্যা হলো আমার কম্পিউটারকে টার্ন অফ দিলে অটোমেটিক রিস্টার্ট হয়। এটা আগে ছিলো না কিন্তু এখন হচ্ছে। উইন্ডোজ নতুন করে সেটআপ করে দেখেছি। কিন্তু লাভ হচ্ছে না। হেল্প করেন ভাইয়া প্লিজ।

  4. hi mehdi,
    this is amit santra from india,i am a jewellery designer
    in my profession.but i have a huge interest in internet and computer.somehow i have got ur page(http://mehdiakram.wordpress.com/problem-and-solution/)
    i like ur blog,i have also a blog in wordpress and i have got some problem with that.the problem is that–when i am writing a new post and pubblish it “why it is not shown in wordpress login page area”(hot post area).i dont understand whats the problem.plz help me on this topic.u can mail me on
    [email protected]
    and u can find me in yahoo messanger with this nick name–amit_sntr.if u have any yahoo im name plz give it to me.i want to add u in my messenger list.
    thank u
    amit santra
    india (mumbai)
    mob:-919833644160
    e-mail:- [email protected]

  5. মেহদী ভাই,
    অনেক দিন মনে হয় সমস্যা ও সমাধানে ঢু দেন না। নিম্নাক্ত লিংকে আপনার লেখা “ছবির ভিতরে ফাইল লুকানো” সংক্রান্ত টিপসটি পড়লাম, কিন্তু ডস- বিষয়ে বিশেষ ভাবে অজ্ঞ হওয়ায় কিছুই করতে পারলাম না। যদি টিপসটির সাথে একটা স্ক্রীনশট দিয়ে দিতেন তাহলে খুবই ভাল হতো।

  6. আমি কম্পিউটারে যে কাজ গুলো করি এগুলোর ভিডিও তেরী করার কি কোন সফ্যটওয়ার আছে?? যেমন আমি ফটোসপে একটি কাজ করতেছি সেই কাজের ভিডিও ফাইল তৈরি করতে চাই যা আমি ভিডিও টিউটোরিয়াল হিসেবে ব্যবহার করব।।।
    এরকম সফ্যটওয়ার সম্পর্কে আপনার জানা থাকলে জানাবেন।
    আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব।

Leave a Reply to unknownCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস