উইন্ডোজ ৮ এ পাসওয়ার্ড ছাড়াও পিন নম্বর এবং ছবি দ্বারা কম্পিউটারে সাইন-ইন করা যায় যাকে বলে পিকচার পাসওয়ার্ড। ফলে মূল পাসওয়ার্ড ভুলে গেলেও পিন নম্বর এবং ছবি দ্বারা কম্পিউটারে সাইন-ইন করা যাবে।
জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের ইয়াহু একাউন্টে অন্য একাউন্ট দ্বারা লগইন করার সুবিধা দিয়েছে। ফলে ইয়াহুতে লগইন করতে ইউজার-পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক বা গুগলে লগইন করা থাকলে সরাসরি নির্দিষ্ট ইয়াহু একাউন্টে লগইন করা যাবে।