ভবিষ্যতের মেইল করা যাবে এখনই

ভবিষ্যতে কোন নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে কাউকে মেইল করা দরকার হতে পারে সেক্ষেত্রে এখনই সেই মেইল সেন্ড করা যাবে যা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে সয়ংক্রিয়ভাবে সেন্ড হবে। জিমেইলে (অথবা গুগল এ্যাপস মেইল) এই সুবিধা পাওয়া যাবে থার্ট পাটি প্লাগইনের মাধ্যমে। এজন্য আপনাকে ইন্টারনেটে যুক্ত থাকতে হবে না। বূমেড়্যাঙ (www.shamokaldarpon.com/?p=2696) দ্বারা এভাবে মেইল পাঠানো যায় যা বর্তমানে প্রতি মাসে ৯টি মেইল পাঠানো সীমাবদ্ধতা করে দিয়েছে। এছাড়াও রাইটইনবক্স প্লাগইন দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। প্লাগইনটি মজিলা ফায়ারফক্স ৩.৬+ এবং গুগল ক্রোম ৫+ ব্রাউজারে সমর্থন করবে।
রাইটইনবক্স প্লাগইনটি www.rightinbox.com থেকে ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন। এবার জিমেইলের (অথবা গুগল এ্যাপস মেইল) কম্পোজে গেলে সেন্ড বাটনের পরে এবং সেভ বাটনের আগে Send Later বাটন দেখা যাবে। এখন প্রাপকের ঠিকানা, বিষয় এবং মেইল লিখে Send Later বাটনে ক্লিক করলে ড্রপডাউনে আসবে সেখানে কখন মেইল পাঠাতে চান তা নির্বাচন করুন (অথবা at a specific time এ ক্লিক করে নির্দিষ্ট দিন-ক্ষণ দিয়ে schedule বাটনে ক্লিক করুন) তাহলে Please wait. Schedule is in process দেখাবে এবং ড্রাফ্‌টসে সেভ থাকবে এবং নির্দিষ্ট সময়ে মেইলটি সেন্ট হবে। যদি কোন কারণে মেইল সেন্ট হবার পূর্বেই সময় পরিবর্তন করতে হয় অথবা বাতিল করতে হয় তাহলে Drafts এ গিয়ে করতে পারবেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস