জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটার থেকে শুধুমাত্র ১৪৪ ক্যারেক্টারের স্ট্যাটাস আপডেট দেওয়া যেত। এখন থেকে স্ট্যটাসের পাশাপাশি ছবিও শেয়ার করা যাবে। ফলে স্ট্যাটাসের শেষে টুইটারে আপলোড হওয়া ছবির লিংক প্রকাশিত হবে।
এজন্য টুইটারে লগইন করে স্ট্যটাস লিখে বাম পাশের Add an image বাটনে ক্লিক করুন এবং ছবিটি নির্বাচন করে Tweet বাটনে ক্লিক করুন। তাহলে ছবিটি আপলোড হয়ে স্ট্যাটাসের সাথে টুইটারে আপডেট হবে।
যদি কোন কারণে কোন ছবি মুছে ফেলার প্রয়োজন হয় তাহলে উক্ত স্ট্যাটাসের থাকা ছবির লিংকে (pic.twitter.com/IwiNhJA) ক্লিক করে নিচের ডানে থাকা Delete বাটনে ক্লিক করলেই হবে।
আপনার পোষ্টটি খুবই প্রয়োজনীয়।