সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

স্ক্রিনশট বা ছবি দ্বারা হেল্প ফাইল তৈরী করা

মেহেদী আকরাম | July 19, 2011, 7:16 PM

সাধারণত সকল সফটওয়্যারের সাথে হেল্প ফাইল দেওয়া থাকে। অথবা অন্য কোন কারণে হেল্প ফাইল বানানোর দরকার হতে পারে। এই হেল্প ফাইলগুলো বিভিন্ন ফরম্যাটের হয়ে থাকে। এর মধ্যে .CHM (Microsoft Compiled HTML Help Files) অন্যতম। আমরা দেখবো কিভাবে খুব সহজেই স্ক্রিনশট বা ছবি দ্বারা .CHM ফরম্যাটের হেল্প ফাইল তৈরী করা যায়।
এজন্য www.helpinator.com থেকে Create CHM From Screenshots সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এবার সফটওয়্যারটি চালু করে প্রোজেক্টের টাইটেল, নাম, কোম্পানীর নাম ইত্যাদি দিন।
এখন Projects মেনু থেকে Add Screenshots এ ক্লিক করে ছবিটি যুক্ত করুন এবং Topics এর নিচে আসা ছবির নাম দেখা যাবে।
এখন সদ্য যুক্ত হওয়া ছবিটি (টপিক) এর উপরে ক্লিক করে শিরোনাম, বর্ণনা, কীওয়ার্ডস ইত্যাদি দিন। এভাবে দরকারমত আরো ছবি যুক্ত করুন।
সবশেষে প্রোজেক্টটি সেভ করুন এবং হেল্প ফাইল তৈরী করার জন্য Projects মেনু থেকে Compile CHM এ ক্লিক করুন তাহলে প্রাজেক্টটি সেভ করার স্থানে হেল্প (CHM) ফাইল তৈরী হবে।

২টি মন্তব্য

মন্তব্য করুন