‘আনস্টপেবল কপিয়ার’ দ্বারা করাপ্টেড ডিক্স থেকে কপি করা

অনেক সময় হার্ডডিক্সের ড্রাইভ কিছু তথ্য করাপ্টেড হলে সাধারণ ভাবে ফাইল/ফোল্ডার কপি হয় না। ফলে ফাইল/ফোল্ডার কপি করতে গেলে করাপ্টেড ফাইল পেলেই কপি বন্ধ হয়ে যায়। এমন সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায় ‘আনস্টপেবল কপিয়ার’ দ্বারা। সফটওয়্যারটি চালু করে Source এবং Target ফোল্ডার নির্বাচন করে Copy বাটনে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, আর করাপ্টেড ফাইলগুলো কপি হবে না। মুভ করতে চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে। মাত্র ৫০০ কিলোবাইটের মত ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.roadkil.net থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস