সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

উইন্ডোজ লাইভ মেইলে অতিরিক্ত ইমেইল ঠিকানা যোগ করা

মেহেদী আকরাম | February 7, 2011, 11:00 PM

উইন্ডোজ লাইভ মেইল (লাইভ, হটমেইল, উইন্ডোজ লাইভ, এমএসএন ইত্যাদি) তাদের গ্রাহকদের চলতি মূল ইমেইলের সাথে আরো অতিরিক্ত ৫টি ইমেইল ঠিকানা ব্যবহারের সুবিধা দিয়েছে। ফলে ব্যবহারকারীরা একই একাউন্টে একাধিক মেইল ব্যবহারের সুবিধা পাবে।
এজন্য ব্যবহারকারীদের উইন্ডোজ লাইভ মেইলে লগইন করে http://mail.live.com/?rru=createalias ঠিকানাতে যেতে হবে।

এবার ইমেইল ঠিকানা পছন্দ করে (এক্ষেত্রে hotmail.com এবং windowslive.com ডোমেইন ব্যবহার করা যাবে।) Create an alias বাটনে ক্লিক করে উক্ত ঠিকানাতে আসা মেইলগুলো কোথায় রাখবেন তা নির্বাচন করে Done বাটনে ক্লিক করুন।

এবার আপনার নতুন তৈরী করা ইমেইল ঠিকানা দ্বারা মূল ঠিকানার মতো চ্যাটিং এবং লগইন করতে পারবেন। এর আগে জিমেইল এবং ইয়াহু তাদের গ্রাহকদের অতিরিক্ত ইমেইল ঠিকানা ব্যবহারের সুবিধা দিয়েছে।

মন্তব্য করুন