‘জিপিএসএমএস সেন্ডার’ দ্বারা ফ্রি এসএমএস পাঠানো

আলো আসবেই এর এ্যাপলিকেশনের মাধ্যমে গ্রামীনফোণ মোবাইল নম্বরে দিনে ২০টি ফ্রি এসএমএস পাঠানো যায়। এজন্য www.aloashbei.com.bd সাইটে গিয়ে Register! বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন শেষে (Create new account বাটনে ক্লিক করার পরে) ইমেইলে প্রাপ্ত এ্যাকটিভিশন লিংক এবং পাসওয়ার্ড আসবে। প্রাপ্ত এ্যাকটিভিশন লিংকে ক্লিক করে একাউন্ট সক্রিয় করতে হবে। এবার Edit Profile লিংকে ক্লিক করে Developer Test Phone লিংকে ক্লিক করুন। এখানে আপনার মোবাইল নম্বর (৮৮০১৭********) লিখে Save বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে মোবাইলে একটি একটিভিশন কোড আসবে। প্রাপ্ত কোড উপরে লিংকে (www.aloashbei.com.bd/testphone সাইটে) লিখে Change Test Phone বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন পর্ব সমাপ্ত করুন।
এখন এসএমএস পাঠানোর সফটওয়্যারটি http://bit.ly/GPSMSSENDER থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। সফটওয়্যারটি ইনস্টল করতে বা বহনযোগ্য সংস্করণ ব্যবহার করতে মাইক্রোসফট ডটনেট ৩.৫ ইনস্টল থাকতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে চলবে।
এবার এসএমএস পাঠাতে সফটওয়্যারটি চালু করে ইউজার নেম, পাসওয়ার্ড এবং নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। লগইন শেষে প্রাপকের মোবাইল নম্বর উপরে লিখে নিচে ১৬০ অক্ষর পর্যন্ত ম্যাসেজ লিখে Send বাটনে ক্লিক করুন। এসএমএস গেলে বা কোন কারণে না গেলে তা ম্যাসেজ বক্সে জানা যাবে।

৯ Comments on "‘জিপিএসএমএস সেন্ডার’ দ্বারা ফ্রি এসএমএস পাঠানো"

  1. যদি ডট নেট ৩.৫ ডাউনলোড করতে চান নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
    http://download.microsoft.com/download/6/0/f/60fc5854-3cb8-4892-b6db-bd4f42510f28/dotnetfx35.exe

    ডট নেট ৩.৫ ইনস্টল যদি না হয়, যদি মাইক্রোসফট ইনস্টলার ৩.১ ইনস্টল করার দরকার হয় তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।
    WindowsInstaller-KB893803-v2-x86.exe
    http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyId=889482FC-5F56-4A38-B838-DE776FD4138C&displaylang=en

  2. রেজিষ্ট্রেশন, ডাউনলোড, ইনষ্টলেশন, লগ-ইন সবই ঠিক আছে কিন্তু কাজের কাজ হচ্ছে না। এসএমএস সেন্ডার কাজ করছে না। এরর দেখাচ্ছেঃ-

    Receipent: (Destination Phone Number)
    Message ID: 0
    Status: Error!
    Invalid User ID and Password

    1. আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড বা মোবাইল নম্বর ভুল হচ্ছে।
      সফটওয়্যারটি অপলাইনে লগইন করা যায়। মানে ইউজার আইডি বা পাসওয়ার্ড বা মোবাইল নম্বর ঠিক না হলেও লগইন হয়। মূলত সেন্ট করার সময় ইউজার আইডি বা পাসওয়ার্ড বা মোবাইল নম্বর চেক করে।

  3. ভাইয়া সালাম নিবেন। আপনার পোষ্ট আমার সবগুলোই অনেক অনেক পছন্দ হয় । এইটাও ভীষন ভালোলেগেছে, বিশেষ করে আমার উপকার বেশি হয়েছে তার কারন হলো আমি ছিলাম গ্রামীন ফোনের “পল্লী ফোন ইউজার” এইটাতে এস,আম,এস পাঠাতে ভ্যাট সহ ২.৩৪টাকা খরট হতো. আর ২০টা হলে মোট ৪৭.২০টাকা হয়। সুতরাং এটি ব্যবহারে আমি বেশ উপকৃত হচ্ছি………………!!!!!!

    প্রিন্স মাহমুদ
    +৮৮০১৭১১৭১৬৯২৭

  4. ভাইয় , আমার আর একটি ছোট্র রিকোয়েস্ট , প্রতমে আমার prince নামের ID টি ছিল যা আমি ব্যবহার করতাম কিন্ত ঐটার পাসওয়াড ভুলে যাওযায .ঐটার রিকোভার চাই. বুঝতে পারছিনা এটি কিভাবে হবে। দয়া করে জানাবেন। (অন্য নামে টেষ্টা করতে বলে।)

    প্রিন্স

  5. ভাইয়া , আপনাকে অনেক ধন্যবাদ দ্রুত প্রতি উত্তর করার জন্য . এবং আমার সমস্যা সমাধান করার জন্য। আপনার কাছে sms সংক্রান্ত আরো কিছু প্রয়োজনীয় টিপস চাই . জানালে উপকৃত হবো।……….ধন্যবাদ

    ……..প্রিন্স

  6. যাক শেষ পর্যন্ত পারছি . অনেক ভালো লাগছে!!!!!!!!

    ভাইয়া আপনার নতুন sms সংক্রান্ত টিপসের অপেক্ষায়………..

    প্রিন্স মাহমুদ

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস