সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফেসবুকের প্রোফাইলে ভিন্ন ধারার ছবি

মেহেদী আকরাম | January 1, 2011, 11:47 PM

জনপ্রিয় সামাজিক ওয়েবাসাইট ফেসবুকেপ্রোফাইলের ছবিতে একটু ভিন্ন মাত্রা আনা যায় প্রোফাইল মেকার দ্বারা। এতে ফেসবুকের বন্ধুরা আপনার প্রোফাইলের ছবি ছাড়াও এ্যালবামের ছবি মিলে পূর্ণ একটি ছবি দেখতে পারবে।
এজন্য http://apps.facebook.com/profile-maker/ গিয়ে এ্যাপসটি সক্রিয় করে Upload Photo বাটনে ক্লিক করে পছন্দের ছবিটি আনুন। এবার Zoom এর স্ক্রল বাটন এ ক্লিক করে ছবিটি ছোট-বড় করতে পারেন। এবং Add or remove info lines এর – বা + এ ক্লিক করে ডানের ছবিগুলো উপরে-নিচে নিতে পারেন। এছাড়াও ছবির উপরে ক্লিক করে এদিকে-ওদিকে সরাতে পারেন। অবশেষে Create Profile বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে প্রোফাইলে ছবি তৈরী হবে। এবার Go to Photo বাটনে ক্লিক করে নিচের Make Profile Picture লিংকে ক্লিক করুন। এবার আপনার ফেসবুকের বন্ধুরা আপনার ফেসবুকের প্রোফাইল দেখবে ভিন্ন আঙ্গিকে।

মন্তব্য করুন