কুকুরের ভাষা বুঝবে মানুষ!
হাঙ্গেরীর একদল বিজ্ঞানী কুকরের ভাষা (ডাক/চিৎকার) বুঝতে পারার মত কম্পিউটার সফটওয়্যার তৈরী করেছে বলে জানিয়েছেন সেদেশের নৃবিজ্ঞানী ক্যাসাবা মোলনার। বুদাপেষ্টের ইএলটিই বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোলনার এবং তার সহকর্মীরা ১৪ টি কুকুরের উপরে এই সফটওয়্যার পরীক্ষামূলক ভাবে ব্যবহার করেছে। তারা কুকুরের ছয়টি অবস্থার (অনুভূতি) উপরে পরীক্ষা চালিয়ে ভাষা সনাক্ত করতে বা পার্থক্য বুঝতে সক্ষম হয়েছে। তারা বলেছে কম্পিউটার সফটওয়্যার কুকুরের অনুভূতির শতকরা ৪৩ ভাগ বুঝতে পারবে এবং মানুষ বুঝতে পারবে এর ৪০ ভাগ। কুকুর সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই তারাও এই কুকুরের ডাক/চিৎকার (এই অনুভূতি) বুঝতে পারবে। মোলনার এবং তার সহকর্মী বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করছে এবং ভবিষ্যতে সফটওয়্যার আরো উন্নতি হবে বলে আশা করেছে। তারা রয়টার্সকে জানিয়েছে বাণিজ্যিকভাবে কাজ করলে কুকুর এবং মানুষের মধ্যে যোগাযোগের মত ডিভাইস তৈরী করা সম্ভব হবে।