অনলাইনে বিনামূল্যে ছবি আপলোড (শেয়ার) করার অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে বেশ কিছু ওয়েবসাইট আপলোডকৃত ছবির লিংক জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে স্ট্যাটাস হিসাবে আপডেট করার সুবিধা দিয়ে থাকে। তবে টুইটপিকে ছবি আপলোডের সাথে স্ট্যাটাসও আপডেট করা যায়।
এজন্য www.twitpic.com সাইটে ঢুকে Sign in with Twitter বাটনে ক্লিক করে টুইটারের ইউজার পাসওয়ার্ড লগইন করে Allow বাটনে ক্লিক করুন। টুইটারের একাউন্টের সাথে অথেনটিকেশন হলে Okay! Lets get started বাটনে ক্লিক করুন। এবার ছবি আপলোড করতে (GIF, JPG এবং PNG ফরম্যাটের ১০ মেগাবাইট পর্যন্ত) ব্রাউজ বাটনে ক্লিক করে ছবি নির্বাচন করে স্ট্যাটাস (সর্বোচ্চ ১১৪ ক্যারেক্টার) লিখে Upload বাটনে ক্লিক করুন। তাহলে টুইটারে স্ট্যাটাসের শেষে ছবিটির লিংকসহ আপডেট হবে। এছাড়াও টুইটপিকে একটি ইমেইল ঠিকানা তৈরী হবে সেই ঠিকানাতে ছবি এ্যাটাচ করে মেইল করলেও টুইটপিকে আপলোড হবে এবং টুইটারে ছবির লিংকসহ স্ট্যাটাস আপডেট হবে। কোন কারণে ইমেইল ঠিকানা পরিবর্তন করতে চাইলে Settings এ ক্লিক করে পরিবর্তন করতে পারবেন।
আমি মোবাইল থেকে ভুলে একটি ছবি টুইটপিকে আপলোড করেছিলাম। সেটা মুছতে চাই। কিন্তু আমার একাউন্টে কোন ছবি দেখায়না।
ছবিটি কি টুইটপিক অথবা টুইটারে কোথাও দেখায় না?
যদি না দেখায় তাহলে ছবি আপলোড হয় নি। আর দেখালেতো মুছতে সমস্যা হবার কথা না।