সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন

admin | January 10, 2008, 10:12 PM

150inchplagmatv.jpgটিভি শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। এখনতো এই ছোট্ট যন্ত্রটি প্রায় সকল মানুষের ঘরে ঘরেই পৌছে গেছে। প্রযুক্তির ছোয়াতে ইদানিং টিভি দেখা যাচ্ছে মোবাইলে এমনকি ইন্টারনেটেও। তবে টিভি ছোট গতে থাকলেও বড়ও হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় প্লাজমা টিভি কত বড় তা কি আমরা জানি? গত বছরে কনজিউমার ইলেক্ট্রনিক্স শোতে (সিইএস) প্যানাসোনিক ১০৮ ইঞ্চি প্লাজমা টিভি প্রদর্শন করে। সেই রেকর্ড ভেঙ্গে এ বছরে সদ্য সমাপ্ত কনজিউমার ইলেক্ট্রনিক্স শোতে (সিইএস) জাপানের মিতসুবেশী ইলেক্ট্রিক ইন্ডাসট্রিয়াল কর্পোরেশন ১৫০ ইঞ্চি প্লাজমা টেলিভিশন প্রদর্শন করলো। এই টেলিভিশন হাই-ডেফিনেশন (১০৮০ পিক্সেল) ছবি দেখাতে সক্ষম। এতে একই সাথে নয়টি চ্যানেল ৫০ ইঞ্চি টেলিভিশন আকারে দেখা যাবে। আগামী বছরের এই টেলিভিশন বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য করুন