ত্রিমাত্রিক ওয়েব ব্রাউজার

সময়ের চাহিদার কথা মাথায় রেখে স্পেসটাইম ২০০৮ এর কনজিউমার ইলেক্টনিক্স শোতে (সিইএস) থ্রিডি ওয়েব ব্রাউজার বা ত্রিমাত্রিক ওয়েব ব্রাউজার আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করলো। এই ব্রাউজার ব্যবহারের মাধ্যমে ত্রিমাত্রিকভাবে ওয়েব সাইটের তথ্য দেখা যাবে, যদিও এর জন্য প্রয়োজন হবে উচ্চগতির ইন্টারনেট। এ ব্যাপারে স্পেসটাইম এর সিইও এডওয়ার্ড বেকাস বলেছেন, আমরা আশা করছি ওয়েব সাইট ব্যবহারকারীরা সক্রিয়ভাবে এই পরিবর্তের সাথে খাপ খেয়ে চলবে। এই ব্রাউজারে থাকবে ত্রিমাত্রিক ই-বে, গুগল, ইয়াহুসহ অনান্য সার্চ ইঞ্জিনে সার্চের সুবিধা, ত্রিমাত্রিক গুগল ইমেজ সার্চ এবং খুলে রাখা সকল ওয়েব সাইটগুলোকে ত্রিমাত্রিক ট্যাবে দেখার ব্যবস্থা। এই ব্রাউজার উইন্ডোজ ২০০০, এক্সপি বা ভিসতাতে চলবে। আর লাগবে ৫১২ মেগাবাইট রেম, থ্রিডি সমর্থিত ১২৮ বা তারচেয়ে বেশী গ্রাফিক্স কার্ড, পেন্টিয়াম ৪ বা এএমডি২৪০০ প্রসেসর, 1280×1024 স্ক্রিন রেজুলেশন সমৃদ্ধ মনিটর, ৩২ বিট কালার এবং ৭৬৮ কিলোবিটস ইন্টারনেট গতি। http://www.spacetime.com/ সাইট থেকে বিনামূল্যে এই ব্রাউজারে ১.০ সংস্করণ ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস