সয়ংক্রিয়ভাবে ফাইল ফোল্ডার সিঙক্রোনাইজ করা
রেইড সম্বলিত সার্ভারে হার্ডডিক্সে তথ্য অন্য হার্ডডিক্সে সয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয়। রেইড সুবিধার না থাকলেও সিঙক্রোনাইজার সফটওয়্যার দ্বারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নেটওয়ার্ক, লোকাল বা রিমুভাল ডিক্সের দুটি ফোল্ডারের মধ্যে তথ্য (ফাইল, ফোল্ডার বা সাবফোল্ডার) সয়ংক্রিয়ভাবে ব্যাকআপ (সিঙক্রোনাইজ) রাখা যায়। সিঙক্রোনাইজ করার এমনই একটি সফটওয়্যার হচ্ছে অলওয়েজ সিঙক। ৬ মেগাবাইটের মত ফ্রি এই সফটওয়্যারটি www.allwaysync.com থেকে ডাউনলোড করা যাবে।
সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন। এবার ব্রাউজ করে দুটি ফোল্ডার (সিঙক্রোনাইজেশন পাথ) নির্বাচন করুন। এবার ভিউ মেনু থেকে অপশনসে গিয়ে বাম পাশের প্যানেল থেকে Application এ Start application system tray icon on system start-up নির্বাচন করে দিন এবং সদ্য তৈরী করা জবের উপরে ক্লিক করে Automatic Synchronization এ দরকার মত অপশন (condition) নির্বাচন করুন। এছাড়াও অনান্য তথ্য প্রয়োজনমত তথ্য পরিবর্তন করে ওকে করুন। তাহলে কন্ডিশন অনুসারে উক্ত দুইটি ফোল্ডারের মধ্যে তথ্য সয়ংক্রিয়ভাবে সিঙক্রোনাইজ হবে।