সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এবছরেই আসবে ইন্টারনেট এক্সপ্লোরার ৮.০

admin | January 2, 2008, 11:31 PM

এবছরের শুরুর দিকে মাইক্রোসফট তাদের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ৮.০ বিটা সংস্করণ ছাড়বে। ইতিমধ্যে তারা ওয়েব স্ট্যান্ডার্ড (www.webstandards.org) থেকে অনুমোদন নিয়েছে। ওয়েব স্ট্যান্ডার্ড হিসাবে মাইক্রোসফট নতুন এই ব্রাউজারে যুক্ত করছে সিএসএস (ক্যাসকেডিং স্টাইল শীট) এবং আরএসএস (রিয়েলি সিম্পল সিন্ডিকেশন)। মূলত ইন্টারনেট এক্সপ্লোরার ৭.০ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রভাব ফেলতে ব্যার্থ হয়েছে। তিনবছর আগে বাজারে আসা ওপেন সোর্স ব্রাউজার মজিলা ফায়ারফক্স এখনও ব্রাউজারের মধ্যে শীর্ষে অবস্থান করছে। এছাড়াও অনান্য ইন্টারনেট ব্রাউজারের মধ্যে রয়েছে সাফারি, নেটস্কেপ, অপেরা, ম্যাক্সথন, এভান্ট, কেমিলিয়ন, ফ্লক ইত্যাদি।

মন্তব্য করুন