গুগলে পাওয়া যাবে বিশ্বকাপ ফুটবলের আপডেট
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ব্যবহৃত খোঁজা খুঁজির কাজে। মাঝে মাঝে গুগল এসব খোঁজা খুঁজির ফলাফলের সাথে বাড়তি কিছু দিয়ে থাকে। এবার বিশ্বকাপ ফুটবলের জন্য সার্চের সাথে সাথে হালনাগাদ ফলাফল এবং সময়সূচীও জানাবে। তাও আবার সার্চকৃত লোকাল সময়ে। আপনি যদি fifa world cup 2010 বা world cup বা worldcup ইত্যাদি এরকম শব্দ দ্বারা সার্চ করেন তাহলে ওয়েব সার্চের ফলাফলেও আগেই চলে আসবে পরবর্তি দুটি খেলা সময়সূচী (বাংলাদেশ সময়), গ্রুপ, ফলাফল ইত্যাদি। মোট কথা মূল ওয়েব সার্চের ফলাফলের আগে বিশ্বকাপের কিছু হালনাগাদ তথ্য দেখাবে নিজস্ব তথ্য ভান্ডার থেকে।