সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইনে মাইক্রোসফট অফিসের সুবিধা

মেহেদী আকরাম | May 6, 2010, 11:16 AM

জনপ্রিয় অফিস সফটওয়্যার মাইক্রোসফটের অফিসের নতুন সংস্করণের আদলে কাজ করা যাবে অনলাইনে। এতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট ব্যবহার করা যাবে। যদিও বর্তমানে গুগল ডক্স সহ বেশ কিছু অনলাইন অফিস সুইট আছে। সফটওয়্যার হিসাবে মাইক্রোসফট অফিস অধিক জনপ্রিয় হওয়াতে এই নতুন অনলাইন অফিস জনপ্রিয় হবে বলে আশা করা যাচ্ছে। ওয়েবসাইটির ঠিকানা হচ্ছে www.docs.com। এখানে কাজ করতে বা লগইন করতে আলাদাভাবে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। ফেসবুকের ব্যবহারকরীরা তাদের ফেসুবকের মাধ্যমে সাইটিতে লগইন করতে পারবে। ফেসবুকের গ্রাহক সংখ্যার দিকে বিবেচনা করলে দেখা যায় এতে মাইক্রোসফট, ফেসবুক এবং ব্যবহারকারীদের সবারই সুবিধা হয়েছে।

মন্তব্য করুন