টুইটারের যত সব পরিসংখ্যান
জনপ্রিয় মাইক্রোব্লগিং টুইটারের ইউজারের সম্পর্কে বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যান, একাধিক টুইটারের তুলনামূলক চিত্র, টুইটার কাউন্টার বাটন, উইডগেট ইত্যাদি পাওয়া যাবে টুইটার কাউন্টার ডট কম ওয়েবসাইট থেকে। সাইটির ঠিকানা হচেছ www.twittercounter.com। এখানে সার্চ বক্সে টুইটারের ইউজারের নাম লিখে Show বাটনে নিয়ে ক্লিক করলে ফলোয়ার সংখ্যা, ফলোয়িংস সংখ্যা, টুয়িটস সংখ্যা, টুইটারের শুরুর তারিখ, টাইম জোন, ড়্যাংকিং ইত্যাদিসহ গ্রাফ আকারে দেখা যাবে। এছাড়াও টুইটার একাউন্ট দ্বারা লগইন করে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। টুইটার কাউন্টারের ওয়ার্ডপ্রেস প্লাগইন পাওয়া যাবে http://wordpress.org/extend/plugins/twittercounter থেকে।