সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

স্ক্রিনসেভারে দেখা যাবে বর্তমান আবহাওয়ার তথ্য

মেহেদী আকরাম | March 20, 2010, 10:03 PM

বর্তমান তাপমাত্রা কত বা আদ্রতা, বাতাসের গতিবেগ ইত্যাদি বিভিন্ন তথ্য পাওয়া যায় বিভিন্ন ওয়েব সাইট থেকে। কিন্তু এসকল তথ্য যদি একটি সফটওয়্যারের মাধ্যমে ডেক্সটপ থেকে পাওয়া যায় এবং সেই সাথে স্ক্রিনসেভার হিসাবে দেখা যায় তাহলে কেমন হয়! ইয়োউইন্ডো সফটওয়্যারে আবহাওয়ার বিভিন্ন তথ্য এভাবে পাওয়া যায়।
২.৭ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.yowindow.com থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন এবং নিজের দেশ এবং শহর নির্বাচন করুন, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে বর্তমান আবহাওয়ার বিভিন্ন তথ্য দেখা যাবে। এবার প্রোগ্রাম মেনু থেকে Set YoWindow as Screensaver এ ক্লিক করে স্কিনসেভার হিসাবে ইয়োউইন্ডোকে সেট করুন। এরপরে থেকে স্ক্রিনসেভারে বর্তমান আবহাওয়ার তথ্য দেখা যাবে। ফ্রি সংস্করণে চলতি দিনসহ তিন দিনেও আবহাওয়ার তথ্য পাওয়া যাবে।
এই সাইটে সরাসরি আবহাওয়ার তথ্যের পাশপাশি ফেসবুক, মাইস্পেস, আইগুগলসহ নিজস্ব ওয়েবসাইটে উইডগেট সেট করা যাবে।

মন্তব্য করুন