সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মে, ২০২৩ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডেক্সটপ থেকে গুগল ক্যালেন্ডারের ব্যবহার

মেহেদী আকরাম | March 19, 2010, 3:51 PM

গুগল ক্যালেন্ডার এখন বেশ জনপ্রিয়। গুগল ক্যালেন্ডারের বেশ কিছু ওয়েব টুলস থাকলেও ডেক্সটপে ব্যবহারের মত বেশী কিছু এ্যাপলিকেশন নেই। তবে Azotix Active Organizer বেশ ভালো এবং ব্যবহার বান্ধব। সফটওয়্যারটি দ্বারা অফলাইনেও গুগল ক্যালেন্ডার ব্যবহার করা যায়।
মাত্র ৬৭৭ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটা www.azotix.com থেকে ডাউনলোড করে নিন। এবার ইনস্টল করে গুগল একাউন্ট (গুগল এ্যাপসের একাউন্ট গুলোও ব্যবহার করা যাবে) লগইন করুন। গুগল ক্যালেন্ডার প্রায় সকল সুবিধা ব্যবহার করা যাবে। অফলাইনে ইভেন্ট দেখা যাবে এবং নতুন ইভেন্ট তৈরী করা যাবে। অনলাইনে সংযুক্ত হলে নির্দিষ্ট সময় পরপর এককালবর্তী করে নেবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন