এবার গুগল নিয়ে এলো ‘বাজ’

গুগলের নতুন চমক হচ্ছে বাজ! জনপ্রিয় মাইক্রোব্লগিং টুইটার এবং জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের সুবিধা নিয়ে জিমেইলে যুক্ত হয়েছে এই সুবিধা। ফলে গুগল ব্যবহারকারীরা কোন রকম রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই জিমেইল থেকেই নিজেদের স্ট্যাটাস আপডেট (পাবলিক এবং প্রাইভেট ভাবে) করতে পারবে। নিজের স্ট্যাটাসের কেউ মন্তব্য করলে তা জিমেইলের ইনবক্সে চলে আসবে। গুগল বাজে স্ট্যটাস আপডেটের পাশাপাশি ছবি এবং লিংক (ফেসবুকের মত) যুক্ত করা যাবে এবং টুইটারের স্ট্যাটাস, পিকাসার ছবি, ফ্লিকারের ছবি, ইউটিউবের ভিডিও এবং গুগল প্রোফাইলে থাকা সাইট যুক্ত করলে (connected sites) উক্ত সাইটের তথ্য সয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। জিমেইলে প্রবেশের সময় প্রথমবারে গুগল ব্যবহারকারীদের সাথে গুগল বাজ সয়ংক্রিয়ভাবে যক্ত হবে পরবর্তীতে ফলো করতে হবে। এছাড়াও বাজ ব্যবহারকারী খোঁজাও যাবে।
গুগল ক্রোমের এক্সটেনশন https://chrome.google.com/extensions/detail/fmmaomnifgiheomcnmiginicjpkdngok থেকে এবং ফায়ারফক্সের এ্যাড-অন্স https://addons.mozilla.org/en-US/firefox/addon/75917 থেকে ইনস্টল করতে পারবেন। মোবাইল থেকে গুগল বাজ চেক করা যাবে http://buzz.google.com এই সাইটে গিয়ে। গুগলের প্রকাশিত ভিডিও দেখতে পারবেন www.youtube.com/watch?v=yi50KlsCBio এখান থেকে।
জিমেইলে ম্যানুয়ালী বাজের সুবিধা বন্ধ বা চালু করা যাবে। বাজের মুল সাইট হচ্ছে www.google.com/buzz

One Comment on "এবার গুগল নিয়ে এলো ‘বাজ’"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস