সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ওয়েবে বাংলাদেশের ৬৪ জেলার তথ্য

মেহেদী আকরাম | January 20, 2010, 3:35 PM

বাংলাদেশের ৬৪টি জেলার বিস্তারিত তথ্য নিয়ে সমপ্রতি সতন্ত্র ৬৪টি ওয়েবসাইট চালু হয়েছে। এই সাইটগুলোতে উক্ত জেলার প্রায় সকল তথ্যই রয়েছে। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম) এর পরিকল্পনা ও সহায়তায় ওয়েবসাইটগুলো চালু হয়েছে।
সাইটগুলোতে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার, সরকারী অফিসসমূহ, ফর্ম ও প্রতিবেদন, জেলা সম্পর্কিত (এক নজরে জেলা, জেলার পটভূমি, ভৌগলিক প্রোফাইল, শিল্প ও বাণিজ্য, পত্র পত্রিকা, খেলাধূলা ও বিনোদন, ভাষা ও সংস্কৃতি, খনিজ সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা, প্রখ্যাত ব্যক্তিত্ব, জন প্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন) এবং অন্যান্য লিংকস নামে বিভিন্ন ক্যাটাগরিতে তথ্যগুলো রয়েছে। এছাড়াও পর্যটন বিষয়ক বিভিন্ন তথ্য রয়েছে। সম্পুর্ণ বাংলায় তৈরী করা এই সাইটগুলোর ঠিকানা www.bangladesh.gov.bd সাইটের District Portal (বাংলা হলে জেলাতথ্যবাতায়ন) লিংকে ক্লিক করলে পাওয়া যাবে। ওয়েব সাইটগুলো ঠিকানা একই ধরনের। যেমন কুষ্টিয়া জেলার ওয়েব ঠিকানা হছে www.dckushtia.gov.bd। সুতারাং অন্য জেলার ঠিকানা পাওয়া যাবে নিচের ফরম্যাটে www. এরপরে dc এবং জেলার নাম এবং .gov.bd।

কৃতজ্ঞতা: মহাসিন

মন্তব্য করুন