ফায়ারফক্স থেকে সহজেই টুইটারে স্ট্যটাস আপডেট করা

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে স্ট্যাটস আপডেট করার অনেক মাধ্যম আছে। এর মধ্যে ফায়ারফক্স থেকে স্ট্যাটাস আপডেট করা এবং স্ট্যাটাস দেখার দারুন এক এ্যাড-অন্স হচ্ছে একৌফোন। এই এ্যাড-অন্স দ্বারা সহজেই স্ট্যটাস আপডেড করা যাবে এবং কোন স্ট্যটাস আসলে ম্যাসেজ দেবে।
এ্যাড-অন্সটি www.echofon.com/twitter/firefox/ থেকে ইনস্টল করতে হবে। এবার ফায়ারফক্স রিস্টার্ট করলে স্ট্যটাসবারের ডানে একৌফোনের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করলে Echofon preferences উইন্ডো আসবে। এখানে Add account… বাটনে ক্লিক করে টুইটার একাউন্ট যোগ করুন এবং চাইলে অনান্য তথ্য পরিবর্তন করে Ok করুন। তাহলে কিছুক্ষণের সর্বশেষ স্ট্যাটাসগুলো চলে আসবে।
এখন Echofon আইকনে ক্লিক করলে একৌফোন উইন্ডো খুলবে এবং Friends, Mentions, Messages ট্যাবে স্ট্যাটাসগুলো দেখা যাবে। কোন স্ট্যটাস আপডেট করতে চাইলে নিচের টেক্সট বক্সে লিখে এন্টার করলেই কয়েক সেকেন্ডের মথ্যে তা আপডেট হবে।

১ Comments on "ফায়ারফক্স থেকে সহজেই টুইটারে স্ট্যটাস আপডেট করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস