ইমেইলে টুইটারের আমন্ত্রণ পাঠানো
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে যোগ দেবার আমন্ত্রণ পাঠানো এবং অন্য টুইটার ব্যবহাকারীকে অনুসরণ করা যাবে টুইটারের Find People থেকে। এছাড়াও Find on Twitter থেকে নাম লিখে টুইটার ব্যবহারকারী খোঁজ করা যাবে।
প্রথমে টুইটারে লগইন করে Find People লিংকে ক্লিক করুন। এবার Invite by email ট্যাবে গিয়ে যাদের যাদের আমন্ত্রণ জানাতে চান তাদের ইমেইল ঠিকানা লিখে (একাধিক হলে কমা দ্বারা আলাদা করে) Invite বাটনে ক্লিক করলে প্রত্যেকের কাছে আপনার আমন্ত্রণ পৌছে যাবে।
আর আপনি যদি পরিচিত টুইটার ব্যবহারকারীকে অনুসরণ করতে চান তাহলে Find on other networks টাবে থেকে Gmail, Yahoo বা AOL এ লগইন করলে উক্ত মেইলে থাকা ইমেইল ঠিকানাগুলোর মধ্যে যাদের টুইটারে একাউন্ট আছে সেগুলো লোড হবে এবং সকল ঠিকানা নির্বাচিত থাকবে। এখন যাদের যাদেরকে অনুসরণ করতে চান সেগুলো নির্বাচিত রেখে Follow বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত ব্যাক্তিদের অনুসরণ করা নিশ্চিত হবে এবং যাদের টুইটারে একাউন্ট নেই তাদের ঠিকানা আসবে। এখানে আপনি যাদেরকে অমন্ত্রণ পাঠাতে চান তাদের ইমেইল ঠিকানাগুলো নির্বাচন করে Invite বাটনে ক্লিক করলেই হবে।