উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপযোগী বিভিন্ন টোয়ীক সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে টোয়ীক নাউ এর উইন সিক্রেট ২০০৯ অন্যতম। অনান্য টোয়ীক সফটওয়্যার থেকে এর পার্থক্য হচ্ছে এতে কিছু অনন্য টোয়ীক রয়েছে। যেগুলো এ্যাপলিকেশন, কন্ট্রোল প্যানেল, ডেক্সপট, বিবিধ, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, ওইএম ইনফো, স্পেসাল ফোল্ডারস, র্স্টাট মেনু, ইউজার একাউন্টস, উইন্ডোজ কেয়ার, উইন্ডোজ এক্সপ্লোরার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই একই সফটওয়্যার নির্মাতার আরেকটি টোয়ীক সফটওয়্যার হচ্ছে ‘টোয়ীক নাউ পাওয়ার প্যাক ২০০৯’। ৪.৭৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই ‘টোয়ীক নাউ উইন সিক্রেট ২০০৯’ সফটওয়্যারটি www.tweaknow.com থেকে ডাউনলোড করতে পারবেন।
ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।