টুইনমসের নতুন ফ্লাশ ড্রাইভ

twinmos.jpgটুইনমস ‘মোবাইল ডিক্স পি১’ মডেলের নতুন ফ্লাশ ডিক্স বাজারজাত করতে যাচ্ছে। নতুন এই ফ্লাশ ডিক্সে থাকছে ছয় রঙের এলসিডি যা বন্ধ অবস্থায় আয়না হিসাবে ব্যবহার করা যাবে। ৪ গিগাবাইটের এই ফ্লাশ ডিক্স উইন্ডোজ ২০০০, লিনাক্স ২.৪ এবং ম্যাক ১০.১ সংস্করণ এবং এর পরবর্তী যেকোন সংস্করণে চলবে। তবে এখনও এই ফ্লাশ ডিক্সের মূল্য নির্ধারিত হয়নি।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস