টুইনমস ‘মোবাইল ডিক্স পি১’ মডেলের নতুন ফ্লাশ ডিক্স বাজারজাত করতে যাচ্ছে। নতুন এই ফ্লাশ ডিক্সে থাকছে ছয় রঙের এলসিডি যা বন্ধ অবস্থায় আয়না হিসাবে ব্যবহার করা যাবে।
৪ গিগাবাইটের এই ফ্লাশ ডিক্স উইন্ডোজ ২০০০, লিনাক্স ২.৪ এবং ম্যাক ১০.১ সংস্করণ এবং এর পরবর্তী যেকোন সংস্করণে চলবে। তবে এখনও এই ফ্লাশ ডিক্সের মূল্য নির্ধারিত হয়নি।