সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

উবুন্টুতে পিডিএফ এডিট করা

মেহেদী আকরাম | July 1, 2009, 10:07 PM

উবুন্টুতে পিডিএফ ফাইল সহজেই তৈরী করা যায় ওপেন অফিস দ্বারা। আর পিডিএফ ফাইলকে সম্পাদনা করতে পিডিএফ এডিট সফটওয়্যার ইনস্টল করলেই হবে। এজন্য টার্মিনালে গিয়ে sudo apt-get install pdfedit লিখে এন্টার করুন (ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ইন্টারনটে সংযোগ থাকতে হবে) তাহলে ইনস্টল হবে। এরপরে Applications > Graphics এ গিয়ে PDF Editor চালু করুন। ব্যাস এখান থেকে পিডিএফ ফাইল সম্পদনা করতে পারবেন।

১টি মন্তব্য

মন্তব্য করুন