উবুন্টুতে পিডিএফ এডিট করা

উবুন্টুতে পিডিএফ ফাইল সহজেই তৈরী করা যায় ওপেন অফিস দ্বারা। আর পিডিএফ ফাইলকে সম্পাদনা করতে পিডিএফ এডিট সফটওয়্যার ইনস্টল করলেই হবে। এজন্য টার্মিনালে গিয়ে sudo apt-get install pdfedit লিখে এন্টার করুন (ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ইন্টারনটে সংযোগ থাকতে হবে) তাহলে ইনস্টল হবে। এরপরে Applications > Graphics এ গিয়ে PDF Editor চালু করুন। ব্যাস এখান থেকে পিডিএফ ফাইল সম্পদনা করতে পারবেন।

১ Comments on "উবুন্টুতে পিডিএফ এডিট করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস