ফায়ারফক্সে ভার্চুয়াল কিবোর্ড
কিবোর্ডের সমস্যার কারণে বা অন্য ভাষার ব্যবহারের অনেক সময় ভার্চুয়াল কিবোর্ডের প্রয়োজন হয়। ফায়ারফক্সে আপনি এমনই একটি ভার্চুয়াল কিবোর্ড পাবেন। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/748 থেকে Greasemonkey এ্যাডঅন্সটি ইনস্টল করে নিন। এবার http://userscripts.org/scripts/show/10974 থেকে ভার্চুয়াল কিবোর্ডটি ইনস্টল করুন। এরপর থেকে যেকোন টেক্সবক্সের উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলে একটি কিবোর্ড আসবে। এই কিবোর্ডে ইংরেজীসহ ৩৪টির মত ভাষাতে ব্যবহার করা যায়।
মেহেদী ভাই এটাতো দারুণ একটা জিনিষ, বাংলা কি এতে এড করা যায়না?