ফায়ারফক্সে ভার্চুয়াল কিবোর্ড

কিবোর্ডের সমস্যার কারণে বা অন্য ভাষার ব্যবহারের অনেক সময় ভার্চুয়াল কিবোর্ডের প্রয়োজন হয়। ফায়ারফক্সে আপনি এমনই একটি ভার্চুয়াল কিবোর্ড পাবেন। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/748 থেকে Greasemonkey এ্যাডঅন্সটি ইনস্টল করে নিন। এবার http://userscripts.org/scripts/show/10974 থেকে ভার্চুয়াল কিবোর্ডটি ইনস্টল করুন। এরপর থেকে যেকোন টেক্সবক্সের উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলে একটি কিবোর্ড আসবে। এই কিবোর্ডে ইংরেজীসহ ৩৪টির মত ভাষাতে ব্যবহার করা যায়।

১ Comments on "ফায়ারফক্সে ভার্চুয়াল কিবোর্ড"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস