সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৪শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ড্রাইভ খুলতে সমস্যা

admin | November 11, 2007, 11:35 AM

ভাইরাসের কারনে অনেক সময় কম্পিউটারের ড্রাইভে দুইবার ক্লিক করলে ড্রাইভ না খুলে অটোরান মেনু আসে। কিন্তু ভাইরাস স্ক্যান করলেও এটি ধরা পরে না। মূলত ড্রাইভে একটি অটোরান ফাইল তৈরী হয় ফলে দুইবার ক্লিক করলে অটোরান হয়। আপনি যদি ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করেন তাহলে দেখবেন ওপেন এর উপরে হিজিবিজি লেখা। এ সমস্যা থেকে মুক্তি পেতে উক্ত ড্রাইভের অটোরান ফাইলটি মুছে দিলেই হবে। অথবা নোটপ্যাডে নিচের কোড লিখে Delete.bat নামে সেভ করুন এবং চালু করুন তাহলে প্রত্যেকটি ড্রাইভের অটোরান ফাইলটি মুছে যাবে ।
echo off
del “C:\autorun.inf” /F /Q
del “D:\autorun.inf” /F /Q
del “E:\autorun.inf” /F /Q
del “F:\autorun.inf” /F /Q
del “G:\autorun.inf” /F /Q
del “H:\autorun.inf” /F /Q
del “H:\autorun.inf” /F /Q
pause
এরপর কম্পিউটার পুনরায় চালু করে ড্রাইভ খুলে দেখুন কোন সমস্যা হচ্ছে না।

৩টি মন্তব্য

মন্তব্য করুন