জিমেইলে টুইটার
জনপ্রিয় মাইক্রে ব্লগিং টুইটারে স্ট্যাটাস দেখা এবং পোস্ট যদি জিমেইল থেকেও করা যায় তাহলে কেমন হয়! সমপ্রতি জিমইলে ল্যাব অন্য গ্যাজেট যুক্ত করার সুবিধা যুক্ত করেছে। ফলে আপনি www.twittergadget.com এর টুইটার গ্যাজেট ব্যবহার করে জিমেইল থেকে টুইটারে স্টাটাস দেখতে এবং টুইটারে স্টাটাস আপডেট করতে পারবেন। এজন্য জিমেইলে ল্যাব আইকনে ক্লিক করে অথবা সেটিংস থেকে Labs ট্যাবে ক্লিক করুন। এবার Add any gadget by URL এর Enable নির্বাচন করে সেভ করুন তাহলে Gadgets নামে নতুন একটি ট্যাব পাবেন। এখন Gadgets ট্যাবে গিয়ে Add a gadget by its URL: টেক্সট বক্সে http://www.twittergadget.com/gadget_gmail.xml লিখে Add করুন তাহলে দেখবেন জিমেইলের বাম পাশের প্যানেলে টুইটার গ্যাজেট এসেছে। এখানে আপনার ইউজার, পাসওয়ার্ড দ্বারা লগইন করুন। ব্যাস এখন থেকে জিমেইলেই টুইটারের স্ট্যাটাস দেখতে এবং পোস্ট করতে পারবেন। আর পূর্ণ পর্দায় দেখতে চাইলে twittergadget এর উপরে মাউস দ্বারা ক্লিক করুন। আর গ্যাজেটটি মুছে ফেলতে চাইলে Gadgets ট্যাব থেকে Remove এ ক্লিক করলেই হবে।
পোস্টের জন্য ধন্যবাদ।
তবে আমার কাছে এটি ভালো লাগে নি। তার চেয়ে twitterfoxই ভালো মনে হয়েছে।